হোম > সারা দেশ > নাটোর

ইসলামি জলসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ইসলামি জলসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। গতকাল শনিবার এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা থানায় মামলা করেছেন। আজ রোববার দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার এক বাগানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল হোসেন (৩০) ওই উপজেলার বাসিন্দা। 

নলডাঙ্গা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ মে শুক্রবার তেলকুপি উচ্চবিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ইসলামি জলসা শুনতে গিয়েছিল ওই তরুণী ও তাঁর এক বান্ধবী। জলসা থেকে তরুণীকে ভ্যানে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন বন্ধু রুবেল হোসেন ও তার দুই সহযোগী। রুবেল একটি নির্জন আম বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে রুবেলের আরও দুই সহযোগী ওই তরুণীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসে। পরে তারা পালিয়ে যায়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, নির্যাতিত ওই তরুণী বিবাহিত। রুবেলসহ তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী