হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হওয়া ইমান আলীর (৫০) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকালে উপজেলার খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

ইমান আলী উপজেলা পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার মৃত খয়ের মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আত্রাই নদীর শাখা নদীতে নৌকা না পেয়ে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন ইমান আলী। 

পরে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায় এবং রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেয়। ডুবুরি ইউনিট শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই শাখা নদীতে মরদেহ উদ্ধারের কাজ চালানো হয়। শনিবার সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করে ডুবুরি ইউনিট। সকাল ৮টার দিকে যেখানে ডুবে ইমান আলী নিখোঁজ হয়েছিল, সেই জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইমান আলীর মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে ডুবুরি ইউনিট। 

গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের দিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়েছে। পরে সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়। সকাল ৮টার সময় নিখোঁজের ২১ ঘণ্টা পর পানিতে ডুবে নিখোঁজ হওয়া ইমান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ইমান আলীর মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী