হোম > সারা দেশ > নাটোর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে মোমিন আল নামে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গুপিনাথপুর এলাকার হামিদ আলীর ছেলে মোমিন আলীর সঙ্গে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর গত ৬ মাস যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের জেরে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলে মোমিন। ওই মেয়ে একাধিকবার বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকে মোমিন। অবশেষে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেয়েটি প্রেমিক মোমিনের বাড়িতে আসে। সেখানে পৌঁছালে তাকে মোমিন ও তাঁর পরিবারের সদস্যরা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেটে তালা দিয়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে বিয়ের দাবিতে মোমিনের বাড়ির গেটের সামনের রাস্তায় বসে অনশন শুরু করেন। 

এক পর্যায় মোমিনের প্রতিবেশী দাদা তাঁর বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেয়। 

এ বিষয়ে প্রেমিক মোমিন আলী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, আমার সঙ্গে মোমিন আলীর ছয় মাস ধরে সম্পর্ক। আমাকে মোমিন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করেছে। বিয়ে করার কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনের পথ বেছে নিয়েছি। মোমিন বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, এ বিষয়ে এখনো কোনো  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।  

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী