হোম > সারা দেশ > নাটোর

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬) দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ববি উপজেলার উত্তর নাড়ীবাড়ী এলাকার নজরুল ইসলামের মেয়ে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২১ সালের শুরুর দিকে ববি এক যুবককে বিয়ে করে। ওই বছরের ২১ মার্চ ববি তার স্বামীকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। মোটরসাইকেল দিতে অস্বীকার করায় মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ববি ব্লেড দিয়ে তার মা সেলিনার গলায় পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরদিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন বাদী হয়ে তাঁর ভাগনি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনায় আদালতের সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে ববি দোষী প্রমাণিত হয় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ববিকে দশ বছরের আটকাদেশ প্রদান করেন।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী