হোম > সারা দেশ > নাটোর

নাটোরে সাবেক যুবলীগ নেতার কবজি কর্তন: আ. লীগ নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি

নাটোরে পৌর যুবলীগ নেতার কবজি কাটার মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নাটোর সদর আমলি আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন। 

এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল, পৌর যুবলীগের সদস্য সেন্টু আলী ও নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাঁদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। 

নাটোর কোর্ট ইন্সপেক্টর নাসরিন আকতার জানান, পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ (৪০) কয়েকজনকে কুপিয়ে জখম করার মামলায় আসামিরা আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলুর জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। 

 ২৩ জুলাই রাত সাড়ে ৯টায় শহরের বলারিপাড়া এলাকায় দুর্বৃত্তরা সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। এতে মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর ভাই বাদশাহ রহমান স্বপ্ন বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী