নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৭৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত জেলায় ৬৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩ জনে। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩১৬ জন। সরকারি হিসেব মতে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় বলেন, করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন।