হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে জমিতে পড়ে ছিল নারীর মরদেহ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নেপিয়ার ঘাসের জমি থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালিকাপুর বেড়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের তথ্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিডিআই) রাজশাহী ইউনিট ও বড়াইগ্রাম থানা-পুলিশ। 

বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, বেড়পাড়া এলাকার কৃষক রাজু মিয়া তাঁর জমিতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পান। জমির ভেতরে গিয়ে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মরমু বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুদিন আগে এই নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ।’

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত ও তথ্য উদ্‌ঘাটনের কাজ করছে সিআইডি ও থানা-পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী