হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে বিবাদের জেরে হেলাল সরদার (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে চাঁচকৈড় বাজারের ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন হেলালের ছোট ভাই শিশির সরদার (২৩)। এতে জড়িত থাকার অভিযোগে চাঁচকৈড় বাজার এলাকার মো. তোহা জামাদারকে (১৯) আটক করেছে পুলিশ।

হেলাল সরদার খামার নাচকৈড় মহল্লার সাখাওয়াত সরদারের ছেলে এবং উপজেলা ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হেলাল সরদার ও তাঁর ভাই শিশির সরদার তাঁদের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে চলে যায়। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেলাল সরদারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্চিতা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘হেলালের ঘাড়ে একটি এবং গলায় পাঁচটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শিশিরের হাঁটুতে তিনটি ও পিঠে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুদাসপুর পৌরসভার বিন্না বাড়ি হাটের ইজারা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়