হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা ও ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা ও ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর এবং নৌকার কর্মী-সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে। 

ঘোড়া প্রতীকের কর্মী আলেক বলেন, গতকাল সন্ধ্যায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব ধানাইদহ বাজারে নির্বাচনী প্রচারণা অফিসের উদ্বোধন করেন। এরপর সবাই চলে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর লোকজন সেই অফিস ভাঙচুর করেন। 

নৌকার প্রার্থীর কর্মী মোহন বলেন, ঘোড়া প্রতীকের কর্মীরাই নিজেদের অফিস ভাঙচুর করেছেন। পরে নৌকার অফিসও ভাঙচুর করেন। আবার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মণ্ডল এবং সুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। 

এ বিষয়ে আব্দুল কাদের মণ্ডল বলেন, `আমি চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর সঙ্গে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলাম। এমন সময় খবর পেলাম বিপক্ষের লোকজন আমার বাড়িতে হামলা করেছে।'  

সমুনের বাড়ি ভাঙচুর সম্বন্ধে তাঁর ভাবি বলেন, `আমরা বাড়ির ভেতরে কাজ করছিলাম। কয়েকজন এসে গেটে ভাঙচুর করেছেন।'  

চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব বলেন, `ধানাইদহ বাজারে আমার অফিস করতে দেবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। আমি সেই তথ্য পুলিশকে জানিয়েছিলাম। এখন তারা আমার অফিস ভাঙচুর করে নতুন নাটক তৈরি করছে। তারা আমার নির্বাচনী আমেজকে নষ্ট করার জন্য পাঁয়তারা করছে।' 

নিলুফার ইয়াসমিন ডালু বলেন, `আমার কর্মী-সমর্থক সবাই নির্বাচনী প্রচার-প্রচারণায় নগরে ছিল। সেখানে আমার সঙ্গে পুলিশের সদস্যও ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীরা পরিকল্পিতভাবে আমার অফিস ভাঙচুর করেছে। বাড়িঘরে হামলা করেছে।' 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী