হোম > সারা দেশ > নাটোর

নাটোরে বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

নাটোর প্রতিনিধি 

পুলিশের হাতে গ্রেপ্তার চারজন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) ও সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এতে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ওই প্রেমিকা সম্পর্ক গুটিয়ে নিতে থাকেন ও যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে আবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তাঁর মুখ চেপে ধরে পাশের আমবাগানে নিয়ে মেহেদী হাসানসহ তাঁর তিন সহযোগী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল বাগাতিপাড়া থানায় মেহেদী হাসানসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তরুণীর মায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী