হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু, ১১ টি ঘর পুড়ে ছাই

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগ পুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৯টি পরিবারের ১১টি বসত ঘর পুড়ে গেছে। 

নিহত ওই বৃদ্ধার নাম গুলজান বেগম। তিনি আগ পুরুলিয়া গ্রামের আব্দুল সরদারের স্ত্রী। 
 
গুরুদাসপুর দমকলবাহিনীর ইনচার্জ মো. শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ৪৫ মিনিটের মধ্যে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোর সদর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, ওই গ্রামের আব্দুল জব্বারের বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পর্যায়ক্রমে জব্বারের তিন ছেলেসহ প্রতিবেশী মোহাম্মদ আলী ও আব্দুল হাকিমের ১১টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় সকলে বের হতে পারলেও বয়সের কারণে গুলজান বেগম ঘর থেকে বের হতে পারেননি। আগুন নেভানোর পর তাঁরা বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে। 
 
আবু রাসেল আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, চিরা, মুড়ি সরবরাহ করা হয়েছে। 

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেন। 

সন্ধ্যার পর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের দাফনের জন্য আর্থিক সহযোগিতা করেন। এ ছাড়া প্রত্যক পরিবারের মাঝে নগদ অর্থ বরাদ্দ দেন। 

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত