হোম > সারা দেশ > নাটোর

লালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট, আহত ৩

নাটোর (লালপুর) প্রতিনিধি

আহত একজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতের দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালপুর ইউনিয়নের চকবাদেকুলপাড়া (মাধবপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—মৃত ননী গোপাল দাসের ছেলে নাটোর জজকোর্টের আইনজীবী সাধন কুমার দাস (৪৮), তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং ভাতিজার স্ত্রী সুমী রানী দাস (২৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতের শেষ প্রহরে মুখোশধারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সাধন কুমারকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাধা দিলে তার ভাতিজা রিপন কুমার ও ভাতিজার স্ত্রী সুমী রানীকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সাধন ও রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের পরিবারের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের