হোম > সারা দেশ > নাটোর

নাটোরে আগুনে পুড়ল দুই বাস

নাটোর প্রতিনিধি

নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের নিচে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের নিচে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় পরিবহনের বাসে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। 

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ফিরোজ কুতুব বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ 

নাটোর সদর থানা কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে চেষ্টা চলছে। 

ঘটনাস্থল পরিদর্শন করা নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্তকরণে করে আইনের আওতায় আনা হবে।

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা