হোম > সারা দেশ > নাটোর

প্রেমিককে বিয়ে করতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় প্রেমিককে বিয়ে করতে না পেরে এক কলেজ ছাত্রী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুড়িরভাগ গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত কলেজ ছাত্রীর নাম সিনথিয়া জাহান (১৮)। তিনি উপজেলার বুড়িরভাগ গ্রামের শামসুল ইসলামের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের নলডাঙ্গা বুড়িরভাগ এলাকার সিনথিয়া জাহান এইচএসসি পাস করে রাজশাহীতে মেডিকেলে ভর্তি কোচিং করছিল। অনেক দিন পূর্বে থেকেই পার্শ্ববর্তী এলাকা নলডাঙ্গার পাবনা পাড়া এলাকার দুলাল আহমেদের ছেলে আশিকের সঙ্গে প্রেমের সম্পর্ক সঙ্গে ওঠে। আশিক বর্তমানে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট লেখাপড়া করছিলেন। গত সোমবার রাজশাহীতে পিতা-মাতার সঙ্গে পরিচয় ও বিয়ে দেওয়ার কথা বলার জন্য সিনথিয়া তাঁর প্রেমিক আশিককে ডেকে পাঠায়। কিন্তু সারা দিন আশিক বিভিন্ন অজুহাতে তাঁর ডাকে সাড়া দেয়নি। এতে অভিমান করে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে চলে আসে সিনথিয়া। পরে গত রাতে বাড়িতে থাকা বিষ পানে অসুস্থ হলে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, কলেজ ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী