হট্টগোলের মধ্য দিয়ে নাটোর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছায় সভাস্থলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে মিলনায়তনে ঢোকার পরও কেন্দ্রীয় নেতাদের সামনেই ধাক্কাধাক্কি ও চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় একে অপরকে চড় থাপ্পড় মারতেও দেখা যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী মিলনায়তনে জেলা যুবলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল শুক্রবার বেলা ৩টায় যুবলীগের এই বর্ধিত সভা শুরুর কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা পৌঁছান বিকেল ৫টায়। আসন্ন সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলার কমিটিতে স্থান পেতে একাধিক গ্রুপে পদ প্রত্যাশীরা বিভক্ত হয়ে সভাস্থলে ঢোকার চেষ্টা করে। এতে সাময়িকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পক্ষের সমর্থকরা অন্য পক্ষের নেতা কর্মীদের বিরুদ্ধে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ পদ প্রত্যাশী ও তাঁদের সমর্থকরা একে অপরকে চেয়ার ছুড়ে মারে। এতে একজন আহত হয়। তবে তাঁকে মিলনায়তনের ভেতরেই চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দারা অবস্থান নেন সভাস্থলে। এ সময় কেন্দ্রীয় নেতাদের কড়া হুঁশিয়ারির পর সভার পরিবেশ ফিরে আসে। রাত ৯টায় সভা শেষ হয়।
এ ব্যাপারে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, দীর্ঘদিন পর জেলা যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে ৷ বিভিন্ন ইউনিটে পদ পদবি প্রত্যাশায় অনেক নেতা-কর্মী ছিলেন। সবাই সবার মনের কথা বলার জন্য চেষ্টা করছিলেন। কোনো হট্টগোল হয়নি।