হোম > সারা দেশ > নাটোর

প্রযুক্তিগত জটিলতায় তিন সপ্তাহের মজুরি পাননা ৯৮১ শ্রমিক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৬ ইউনিয়নে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসুচীর কাজ শেষ হলেও মজুরির টাকা পাচ্ছেনা ৯৮১ শ্রমিক। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এসব শ্রমিকের। মজুরি বাবদ শ্রমিকদের প্রাপ্য রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সুত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২১৯ জন বিয়াঘাটে ১২৯ জন খুবজীপুরে ১০৮ জন মশিন্দায় ১৬৮ জন ধারাবারিষায় ১৭৫ জন এবং চাপিলায় ১৮২ জনসহ মোট ৯৮১ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত ২৯ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪০০ টাকা দিন হাজিরা চুক্তি কাজ করেছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত এসব শ্রমিকের মুজরির টাকা প্রতি সপ্তাহে তাঁদের মুঠোফোনে আসার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও মজুরির টাকা পাননি তারা।

ভুক্তভোগীদের টাকা না পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ‘তালিকাভুক্ত শ্রমকিদের বেশিরভাগই অতি দরিদ্র। মজুরির টাকায় তাঁদের সংসার চলে। কাজ শেষ হওয়ার পরও মজুরির টাকা না পাওয়ায় প্রতিদিন শ্রমিকদের কষ্টের কথা শুনতে হচ্ছে।’ 

উপজেলার অন্য ইউপির চেয়ারম্যানেরা বলেন, হতদরিদ্র শ্রমিকেরা তাঁদের মজুরির টাকার ওপর নির্ভর করে সংসার চালানোসহ বিভিন্ন এনজিওর কিস্তির টাকা দিয়ে থাকেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর মজুরির টাকা না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন শ্রমিকেরা। 

এদিকে, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানোর পর নাজিরপুর ইউনিয়র বাদে অন্য ইউনিয়নের শ্রমিকেরা মাত্র ৫ দিনের করে মজুরির টাকা পেলেও এখনো ৩৫ দিনের মজুরির টাকা বকেয়া রয়েছে বলে জানান সংশ্লিষ্ট চেয়ারম্যানেরা। রমজান ও ঈদকে ঘিরে শ্রমিকদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। 

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছর থেকে শ্রমিকদের মজুরির টাকা নিজ নিজ মুঠোফোনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারনে তালিকাভুক্ত শ্রমিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে অনলাইনে পাঠানো হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারনে মজুরির টাকা পেতে দেড়ি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’ 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী