হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে গভীর রাতে কৃষকের বাড়িতে ডাকাতি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে লইব আলী (৫১) নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর (গোরীপুর) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী লইব আলী বলেন, ‘রাত ২টার দিকে টয়লেট করার জন্য বাইরে বের হলে ছয়-সাতজন লোক আমাকে পিস্তল ঠেকিয়ে চোখ-হাত বেঁধে ফেলে। তারা একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে ছয় ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যায়। মেয়ে কৌশলে তার হাতের বাঁধন খুলে আমাদের উদ্ধার করে।’

লইব আলী আরও বলেন, ‘টয়লেটের ছাদে বাইরে থেকে মই দিয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে আমাদের বেঁধে রেখে ডাকাতি করে।’

লইব আলীর স্ত্রী শাহানারা বেগম বলেন, ‘আমার স্বামীকে বাধার পর তারা আমাকেও বেঁধে হাত ও কানের স্বর্ণের গয়না খুলে নেয়। এ সময় তারা আরও স্বর্ণালংকার বের করে দিতে চাপ দেয়। দিতে না চাইলে তারা আমাকে মারধর করে।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

জোগালি থেকে হেডমিস্ত্রি রাজেদা বেগম

নাটোরের সিংড়ায় আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৯

ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোর-১ আসন: বিএনপির মনোনয়নে ভাই-বোনের কোন্দল

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০