হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে গভীর রাতে কৃষকের বাড়িতে ডাকাতি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে লইব আলী (৫১) নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর (গোরীপুর) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী লইব আলী বলেন, ‘রাত ২টার দিকে টয়লেট করার জন্য বাইরে বের হলে ছয়-সাতজন লোক আমাকে পিস্তল ঠেকিয়ে চোখ-হাত বেঁধে ফেলে। তারা একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে ছয় ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যায়। মেয়ে কৌশলে তার হাতের বাঁধন খুলে আমাদের উদ্ধার করে।’

লইব আলী আরও বলেন, ‘টয়লেটের ছাদে বাইরে থেকে মই দিয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে আমাদের বেঁধে রেখে ডাকাতি করে।’

লইব আলীর স্ত্রী শাহানারা বেগম বলেন, ‘আমার স্বামীকে বাধার পর তারা আমাকেও বেঁধে হাত ও কানের স্বর্ণের গয়না খুলে নেয়। এ সময় তারা আরও স্বর্ণালংকার বের করে দিতে চাপ দেয়। দিতে না চাইলে তারা আমাকে মারধর করে।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী