হোম > সারা দেশ > নাটোর

টিভি ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিলল লাশ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে নিখোঁজের পরদিন সোহেল আলী (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সোহেল আলী পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মেকানিক ছিলেন। 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় একটি টেলিভিশন ডেলিভারি দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, সোহলেকে হত্যা করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, গতকাল সন্ধ্যায় একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যান সোহেল। পরে রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। তাঁর স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

ওসি আরও বলেন, সোহেলর নাকে রক্ত লেগে আছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো মামলা করা হয়নি।

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা