হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ঈদের দিন গোলাগুলি, আ.লীগ সভাপতিসহ ১৭ নেতা-কর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি 

নাটোরে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরের দিন নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুরে গোলাগুলির ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনসহ ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসব নেতা-কর্মী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালতের জামিন শেষে ১৯ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ নাসিরুল ইসলাম দুজনের জামিন মঞ্জুর করে অন্য ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, চলতি বছরের ৩১ মার্চ উপজেলার লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ঈদগাহ এলাকায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ পাঁচজন আহত হন। ওই দিন রাতে সুজাতের বাবা আরজেল আলী বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। এই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ ও নতুন করে জামিন প্রার্থনাকালে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

জোগালি থেকে হেডমিস্ত্রি রাজেদা বেগম

নাটোরের সিংড়ায় আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৯

ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোর-১ আসন: বিএনপির মনোনয়নে ভাই-বোনের কোন্দল

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০