নাটোরের বড়াইগ্রামে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে এক কিশোর। আজ রোববার বিকেল সারে ৫টার দিকে উপজেলার নটাবাড়িয়া কালিরঘুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম হৃদয় গায়েন (১৭)। সে উপজেলার তিরাইল পূর্ব পাড়া গ্রামের কোহিনুর গায়েনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত হৃদয় তার বাবা-মায়ের একমাত্র সন্তান। ঈদের পোশাক কেনাকাটার জন্য সকালে বাবার কাছ থেকে টাকা নিয়ে বনপাড়া বাজারে যায়। বাজার শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নটাবাড়িয়া কালিরঘুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।