হোম > সারা দেশ > নাটোর

নির্বাচনে জিতে প্রতিদ্বন্দ্বীদের বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন মেয়র

প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নির্বাচনে জয়লাভের পরদিনই হেরে যাওয়া প্রার্থীদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শরিফুল ইসলাম লেলিন। গত রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনে জয়লাভের পর সোমবার তিনি এই সাক্ষাৎ করেন। 

নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে গত রোববার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী (উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া) শরিফুল ইসলাম লেলিন মাত্র ৯৯ ভোট ব্যবধানে মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরদিন সোমবার রাতে ওই পৌর নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীদের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। 

মেয়র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ময়মূর সুলতান এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী (পৌর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত) আমিরুল ইসলাম জামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ প্রসঙ্গে সদ্য নির্বাচিত মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব কাউন্সিলর ও জনসাধারণকে সঙ্গে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিজ্ঞা করছি।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী