হোম > সারা দেশ > নাটোর

পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নদীর পানিতে ডুবে মো. রাজু হোসেন (১৬) ও মাজেদুল হোসেন (৯) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে। আজ বুধবার উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

নিহতরা মাঝগ্রামের মো. বাবু হোসেনের সন্তান। দুই ভাইয়ের মধ্যে রাজু মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং মাজেদুল মাঝগ্রাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। 

নিহতদের চাচা লিমন হোসেন জানান, গতকাল মঙ্গলবার তাঁর ভাই বাবু হোসেনের পরিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাতবাড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। দুপুরে সাতবাড়িয়া ফুলজোড় নদীতে মো. রাজু হোসেন ও মাজেদুল হোসেন গোসল করতে নামে। হঠাৎ বড় ভাই রাজু ডুবে যাচ্ছে দেখে, ছোট ভাই মাজেদুল উদ্ধার করতে গেলে দুই ভাই ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাতে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। 

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. দিদারুল ইসলাম জানান, ডুবুরি দল বিকেলে রাজু আলী ও সন্ধ্যায় মাজেদুলের মরদেহ ফুলজোড় নদী থেকে উদ্ধার করে। রাতে পরিবারের লোকজনের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। আজ বুধবার দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী