হোম > সারা দেশ > নাটোর

লালপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে রোগী দেড় শতাধিক ছাড়িয়েছে

 লালপুর (নাটোর) প্রতিনিধি

লালমনিরহাট হাসপাতালে ভর্তি ডায়রিয়ার রোগী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন গার্মেন্টস শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত তিন দিনে মোট আক্রান্তের সংখ্যা ১৫৩ জনে দাঁড়াল।

আজ সোমবার (২ জুন) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতি থেকে সোমবার বেলা ৩টা পর্যন্ত ১৫৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের সবাই ঈশ্বরদী ইপিজেড এলাকার বিভিন্ন গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারী। চিকিৎসা শেষে আজ (সোমবার) অর্ধশতাধিক রোগী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৫৫ জন চিকিৎসাধীন।

এই কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সাধারণ রোগী থেকে আলাদা করা হয়েছে। কলেরা স্যালাইনের সংকট হওয়ায় পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশ হাসপাতাল, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩৯০টি আইভি (কলেরা) স্যালাইন প্রদান করা হয়েছে। চিকিৎসকেরা তাঁদের সর্বোচ্চ সেবা দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল টিম হাসপাতাল পরিদর্শন করেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ইপিজেড এলাকার কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা দুপুরের খাবারের পর সেখানের পানি পান করেছিলেন। এরপরই তাঁদের পেটব্যথা, বমি ও পাতলা পায়খানার লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি হতে থাকেন।

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

জোগালি থেকে হেডমিস্ত্রি রাজেদা বেগম

নাটোরের সিংড়ায় আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৯

ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোর-১ আসন: বিএনপির মনোনয়নে ভাই-বোনের কোন্দল

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০