হোম > সারা দেশ > নাটোর

হালতি বিলে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়েছে ভুট্টাগাছ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ধরনের ফসল। গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করে নলডাঙ্গা উপজেলার মাধনগরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। বড় বড় শিলা পড়ে। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুঁড়ি ঝরে গেছে। এ ছাড়া উঠতি চৈতালি ফসল এবং হালতি বিলের বোরো ধান মাটিতে লুটিয়ে পড়ায় ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন কৃষকেরা। গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন তাঁরা।

কৃষি অফিস বলছে, বোরো ধানের খেত শুয়ে পড়েছে। ভুট্টাখেত ও পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।

হালতি বিলের মাধনগর এলাকার কৃষক জহের আলী বলেন, ‘ঝড় শিলাবৃষ্টিতে আমার চার বিঘা বোরো ধানের মধ্যে এক বিঘা জমির জিরাশাইল ধান মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

আরেক কৃষক আকরাম বলেন, ‘আর কয়েক দিন পর আমার জমির ধান পেকে যেত। এর মধ্যে গতকাল (রোববার) সন্ধ্যায় শিলাবৃষ্টিতে সেই ধান ঝরে গেছে। ধানের শিষে অর্ধেক ধান আছে।

সোনাপাতিল গ্রামের কৃষক মেজু আলী বলেন, ঝড়ে ভুট্টাগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ভুট্টার ফলন কমে যাবে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন, উপজেলার হালতি বিলে সাড়ে ৭ হাজার হেক্টর বোরো ধানের মধ্যে ৭৯ হেক্টর জমির বোরো ধান শুয়ে পড়েছে। এ ছাড়া ভুট্টা ও দুই হেক্টর জমির পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

জোগালি থেকে হেডমিস্ত্রি রাজেদা বেগম

নাটোরের সিংড়ায় আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৯

ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোর-১ আসন: বিএনপির মনোনয়নে ভাই-বোনের কোন্দল

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০