হোম > সারা দেশ > নাটোর

নাটোরে পাওনা টাকা চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি

নাটোরে পাওনা টাকা চাওয়ায় মো. আবুল কালাম (৪০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজিপাড়া এলাকার আব্দুর রাজ্জাক কানুর ছেলে।

নিহত কালামের পরিবারের দাবি, কলা বিক্রির ২ লাখ টাকা চাওয়ায় কালামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছেন কামাল হোসেন। অভিযুক্ত কামাল একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার শুকচানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এপ্রিলে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার কৃষক কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কেনেন। আজ বুধবার সকাল ৮টার দিকে কামালের কাছে সেই পাওনা টাকা চান কালাম। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কামাল হোসেন গাছের ডাল দিয়ে কালামকে মারধর করেন। তাতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, কালামের মৃত্যুর পর কামাল দৌড়ে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী