হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ফাহিমা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কালিকাপুর ফজলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির মা-বাবা আহত হন।

আহতরা হলেন নাটোরের হয়বতপুর এলাকার ফারুখ হোসেন ও তাঁর স্ত্রী দিলারা বেগম। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ফারুক হোসেন মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে বনপাড়ার শ্বশুরবাড়ি এলাকা থেকে হয়বতপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ফজলিতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু ফাহিমা ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মা-বাবাকে আহতাবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও বলেন, ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী