হোম > সারা দেশ > নাটোর

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নিলেন ওসি 

নাটোর প্রতিনিধি

নাটোরে সংবাদ সংগ্রহের জন্য থানার চিত্রধারণ করার সময় এক সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের বিরুদ্ধে। এ সময় ওসি ক্যামেরা পারসনকে ধাক্কা দেন বলেও অভিযোগ করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর থানার ভেতর এ ঘটনা ঘটে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে ক্যামেরা ও মোবাইল ফোন ফেরত পান বলে জানান ওই সাংবাদিক।

চ্যানেল টোয়েন্টিফোরের নাটোর জেলার স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার বলেন, ‘একজন আসামির সাহায্য নিয়ে পুলিশ আরেক আসামি গ্রেপ্তার করে—এ নিয়ে প্রতিবেদন তৈরির জন্য নাটোর সদর থানায় যাই। এ সময় ওসি ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ করেন। ক্যামেরা অন করে সে দৃশ্য রেকর্ড করতে লাগলে ওসি ক্যামেরা কেড়ে নেন। ক্যামেরা পারসন সজিবুরকে ধাক্কা দেন। এ সময় সে দৃশ্য ধারণ করতে লাগলে আমার ফোন কেড়ে নেন। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও ক্যামেরা থানার উপপরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান।’

এদিকে ঘটনটি জানাজানি হলে সাংবাদিকেরা ক্ষুব্ধ হন। পরে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরিফুল ইসলাম থানায় আসেন। এ সময় ক্যামেরা ও মোবাইল ফোন ফেরত দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘আমি মোবাইল ফোনে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলছিলাম। এ সময় তিনি প্রশ্ন করা শুরু করেন। ক্যামেরাম্যান এসব রেকর্ড করছিল। এ কারণে তাঁদের মোবাইল এবং ক্যামেরা একজন উপপরিদর্শকের কাছে দিয়ে যাই। অফিসে ঢুকেই কথোপকথন রেকর্ড করা তো ঠিক না। আমি দুঃখ পেয়েছি।’

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়