হোম > সারা দেশ > নাটোর

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন অ্যাম্বুলেন্সচালক

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কানে স্টেথেস্কোপ লাগিয়ে রোগী দেখছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক আমজাদ হোসেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে জরুরি বিভাগে এ কাজ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। 

অভিযুক্ত আমজাদ হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং রোগী বহনকারী ব্যক্তিমালিকানাধীন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক। 

অভিযোগের বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার পাশের গ্রাম মোমিনপুরের এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময়ে হাসপাতালের স্টাফ ইয়াসমিন আমাকে তাঁর প্রেশার মাপতে বলেন। তাই আমি এ কাজ করেছি।’ 

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘ঘটনার সময় আমি রোগীর খোঁজ নিতে রাউন্ডে ছিলাম। এই সুযোগে আমজাদ জরুরি বিভাগে ঢুকে থাকতে পারেন। আর আমজাদ বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক হলেও মূলত তিনি একজন দালাল, চিকিৎসক নন। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে মাঝে মাঝে ড্রেসিং কাজে সাহায্য করেন তিনি।’ 

চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, ‘রোগীদের টেস্ট দিলে আমজাদ নিজে তাঁদের নিয়ে যান। নিজ স্বার্থেই কোনো রোগী এলে আগ বাড়িয়ে তাঁদের সঙ্গে পরিচিত হন তিনি। মূলত রোগীদের সমস্যা সমাধান করে দিয়ে কিছু আর্থিক সুবিধা নেন আমজাদ। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় স্টাফদের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে।’ 

সিভিল সার্জন রোজী আরা খাতুন বলেন, ‘এটা তো হওয়ার কথা না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে সব সময় চিকিৎসক থাকার কথা। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, জরুরি বিভাগে বাইরের কোনো লোক এসে এভাবে চিকিৎসাসেবা দিতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী