হোম > সারা দেশ > নাটোর

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন অ্যাম্বুলেন্সচালক

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কানে স্টেথেস্কোপ লাগিয়ে রোগী দেখছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক আমজাদ হোসেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে জরুরি বিভাগে এ কাজ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। 

অভিযুক্ত আমজাদ হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং রোগী বহনকারী ব্যক্তিমালিকানাধীন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক। 

অভিযোগের বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার পাশের গ্রাম মোমিনপুরের এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময়ে হাসপাতালের স্টাফ ইয়াসমিন আমাকে তাঁর প্রেশার মাপতে বলেন। তাই আমি এ কাজ করেছি।’ 

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘ঘটনার সময় আমি রোগীর খোঁজ নিতে রাউন্ডে ছিলাম। এই সুযোগে আমজাদ জরুরি বিভাগে ঢুকে থাকতে পারেন। আর আমজাদ বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক হলেও মূলত তিনি একজন দালাল, চিকিৎসক নন। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে মাঝে মাঝে ড্রেসিং কাজে সাহায্য করেন তিনি।’ 

চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, ‘রোগীদের টেস্ট দিলে আমজাদ নিজে তাঁদের নিয়ে যান। নিজ স্বার্থেই কোনো রোগী এলে আগ বাড়িয়ে তাঁদের সঙ্গে পরিচিত হন তিনি। মূলত রোগীদের সমস্যা সমাধান করে দিয়ে কিছু আর্থিক সুবিধা নেন আমজাদ। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় স্টাফদের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে।’ 

সিভিল সার্জন রোজী আরা খাতুন বলেন, ‘এটা তো হওয়ার কথা না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে সব সময় চিকিৎসক থাকার কথা। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, জরুরি বিভাগে বাইরের কোনো লোক এসে এভাবে চিকিৎসাসেবা দিতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১