নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন-সংলগ্ন করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার দিকে আব্দুলপুর স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাতনামা বৃদ্ধ চলন্ত ট্রেনের সামনে চলে আসায় ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনমাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, বৃদ্ধ লোকটি চলন্ত ট্রেনের পাশের লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। ট্রেনচালক তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশের (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।