নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট হাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় (১ জুলাই সকাল ৬টা থেকে ২ জুলাই সকাল ৬টা) নাটোরে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৫৭ জন। মোট আক্রান্ত ৪ হাজার ৮৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৮ জন। সদর হাসপাতালে করেনাসহ উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯১ জন।
জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, বর্তমানে জেলার সর্বত্রই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্রামে রোগীর সংখ্যা বেশি বাড়ছে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ধনী-গরিব সবাই আছে। আছে নানা বয়সের রোগী। কয়েক দিন আগেও অনেকে ভাবতেন, এই রোগ গ্রামে ঢুকবে না, গরিব মানুষ সংক্রমিত হবে না। এখন তাঁদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে।