হোম > সারা দেশ > নাটোর

নাটোরে করোনার উপসর্গসহ ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৮

প্রতিনিধি, নাটোর

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট হাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাফিজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় (১ জুলাই সকাল ৬টা থেকে ২ জুলাই সকাল ৬টা) নাটোরে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৫৭ জন। মোট আক্রান্ত ৪ হাজার ৮৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৮ জন। সদর হাসপাতালে করেনাসহ উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯১ জন। 

জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, বর্তমানে জেলার সর্বত্রই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্রামে রোগীর সংখ্যা বেশি বাড়ছে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ধনী-গরিব সবাই আছে। আছে নানা বয়সের রোগী। কয়েক দিন আগেও অনেকে ভাবতেন, এই রোগ গ্রামে ঢুকবে না, গরিব মানুষ সংক্রমিত হবে না। এখন তাঁদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী