হোম > সারা দেশ > নাটোর

নাটোরে চাঁদাবাজির অভিযোগে আটক ৮

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গি ও শসা কিনতে আসা পাইকারি ব্যবসায়ীদের কাছে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে উপজেলার শিধুলী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী চলনালী গ্রামের শরিফুল ইসলাম (৩৮), শিধুলী গ্রামের বদিবর (৪৪), মকবুল হোসেন (৭০), মো. এনামুল (৪৫), জাকারিয়া (৫০), মওদুদ আহমেদ (৩১), পোয়ালশুড়া-দড়িপাড়া গ্রামের মো. শাহাদৎ (৪৫) ও রিপন সরকার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের শিধুলী, চলনালী, পোয়ালশুড়া দড়িপাড়া এলাকা তরমুজ, বাঙ্গি ও শসার গ্রাম বলে পরিচিত। বৈশাখ-জ্যৈষ্ঠ দুই মাস ফল কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যান ব্যবসায়ীরা। কিন্তু কিছু লোক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ব্যবস্থা নেয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ৮ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

জোগালি থেকে হেডমিস্ত্রি রাজেদা বেগম

নাটোরের সিংড়ায় আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৯

ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোর-১ আসন: বিএনপির মনোনয়নে ভাই-বোনের কোন্দল

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ