হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে নয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‍্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো. দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানা থেকে নয় হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে ওই কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরহাদ হোসেন আরও বলেন, অভিযান শেষে জব্দ করা ভেজাল গুড় ও অন্যান্য দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। 

এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি