হোম > সারা দেশ > নাটোর

নাটোরে তুর্কি শটগানসহ ১২২ রাউন্ড গুলি জব্দ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া থেকে বন্দুক, তুর্কি শটগান, রাইফেলসহ ১২২ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

এ সময় পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া চর থেকে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে একটি মোটরসাইকেল আসছিল। এ সময় পুলিশের চেকপোস্ট মোটরসাইকেলকে সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা তিনজন একটি আরটিআর এপাচি ৪ভি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করে। জব্দ করা অস্ত্রের মধ্যে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি তুর্কি শটগান এবং ১২২ রাউন্ড গুলি ছিল।

পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে লালপুর থানায় মামলা হয়েছে। কারা নিয়ে এসেছে এসব অস্ত্র তা পুলিশ তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম, শরিফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব প্রমুখ।

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩