হোম > সারা দেশ > নাটোর

তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে সরকার: পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৭০ হাজার তরুণ–তরুণী আউটসোর্সিংয়ে কাজ করছে। বিগত ১৪ বছর আগেও বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না। সরকার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার মাধ্যমে তরুণ–তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চায়।

আজ বুধবার দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বিপিও সামিট বাংলাদেশ–২০২৩ বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ‘বাংলাদেশে ৬৪ হাজার প্রাইমারি স্কুল, ৩৫ হাজার হাই স্কুল, ১৫০টি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ২২০০ কলেজ, মাদ্রাসায় প্রায় ৫০ লাখ সব মিলে ৫ কোটি ছাত্র-ছাত্রী রয়েছে। বিশ্বের খুব কম দেশ রয়েছে যে দেশের জনসংখ্যা ৫ কোটি। আমাদের কর্মক্ষম ছেলে-মেয়ে ৫ কোটি রয়েছে। এটা আমাদের জন্য ভবিষ্যতে অনেক বড় সম্পদ হিসেবে ধরা দেবে।’

পলক আরও বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের অবশ্যই কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে হবে। আগামীতে আরও ১ লাখ ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় আনা হবে। সেখানে আইটি ট্রেনিংসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। সে জন্য আমাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠাবান হতে হবে।’

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন—ফাউন্ডার ও মেন্টর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নাজনীন নাহার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা শারমিন প্রমুখ।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী