হোম > সারা দেশ > নাটোর

সেলুনের আয়না ভাঙলো মুখপোড়া হনুমান

প্রতিনিধি, নাটোর (লালপুর)

নাটোরের লালপুরে একটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভাঙলো মুখপোড়া হনুমান। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

উপাধ্যক্ষ মো. বাবুল আক্তার বলেন, আজ দুপুরের দিকে উপজেলার গোপালপুর বাজারে কড়ইতলা ওই সেলুনে চুল কাটাতে ঢোকেন। হঠাৎ হনুমানটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভেঙে ফেলে। কিছুক্ষণ পর একাই বেরিয়ে যায়। 

ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, গত ৩১ জুলাই হনুমানটিকে প্রথম ওয়ালিয়া বাজার এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। এক সপ্তাহ ধরে সেটি উপজেলার বিভিন্ন এলাকা মাতিয়ে বেড়াচ্ছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, এটির বৈজ্ঞানিক নাম: Semnopithecus entellus।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) থেকে প্রকাশিত গ্রন্থে হনুমানটির দুটি ইংরেজি নাম Northern Plains Sacred Langur ও Common Langur উল্লেখ করা হয়েছে। গ্রন্থটিতে এটির স্থানীয় নাম হনুমান বলা হয়েছে। 

বাংলাপিডিয়াতে অবশ্য এটির স্থানীয় নাম সাধারণ, ধূসর ও মুখপোড়া হনুমান বলে লেখা হয়েছে। এই প্রজাতির হনুমান বিশ্বে বিপদাপন্ন ও বাংলাদেশ মহাবিপদাপন্ন বলে উল্লেখ করা হয়েছে। এই প্রজাতির হনুমান যশোর, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় জেলায় দেখা যায়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘সম্ভবত হনুমানটি কোনো ট্রাক বা এই ধরনের কোনো গাড়ির ওপরে চড়ে চালকের অজান্তে এখানে চলে এসেছে।’ 

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাণিটির কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। 

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ