হোম > সারা দেশ > নাটোর

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার, প্রকৌশলীসহ আহত ৪

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর প্রকৌশলীসহ চারজন কর্মচারী হামলার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের গ্রাহক মামুন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এক গ্রাহকের পরিবার পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহতরা হলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর)-এর সহকারী প্রকৌশলী মশিউর রহমান (৪৮), ওই কার্যালয়ের কর্মচারী ইকবাল হোসেন (৪৫), ফরিদুল ইসলাম (২৮) ও আবদুল আজিজ (২৪)। তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর উপ মহাব্যবস্থাপক মো. আবদুর রশিদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এতে গ্রাহক মামুন সরদার, তাঁর বাবা বাহার সরদার, চাচা তাহাদ সরদার, মামুনের বোন বন্যা বেগম ও মা আনজুয়ারা বেগমকে আসামি করা হয়েছে।

আহত মশিউর রহমান জানান, গ্রাহক মামুন সরদারের চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিল পরিশোধের জন্য কয়েক দফা বলা হলেও বিল পরিশোধ করেননি তিনি। বিল বকেয়া থাকায় সম্প্রতি এক বিশেষ অভিযানে তাঁর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় মামুনের পরিবারের লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল ছুড়ে তাঁদের মারাত্মকভাবে আহত করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী