হোম > সারা দেশ > নাটোর

নুডলসের সঙ্গে শিশুর গলায় ঢুকে গেল সেফটিপিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নুডলসের সঙ্গে তিন বছর বয়সী এক শিশুর গলায় সেফটিপিন ঢুকে গেছে। গত বুধবার রাত ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার বড় বাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার শিশুটিকে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই শিশুর নাম সোহানা আক্তার জিদনী। সে লালপুরের বড় বাঁধ এলাকার শফিকুল ইসলামের মেয়ে। শফিকুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

শিশুটির বাবা শফিকুল জানান, বুধবার রাতে তাঁর স্ত্রী জুলেখা বেগম মেয়েকে নুডলস খাওয়াচ্ছিলেন। হঠাৎ কী যেন আটকে যায় মেয়ের গলায়। শিশুটি তখন বমি করতে থাকে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে শিশুকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক্স-রে করে দেখা যায়, শিশুর খাদ্যনালিতে একটি সেফটিপিন আটকে আছে।

এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. নাজমুল হাসান জানান, সেফটিপিন বের করতে যে যন্ত্র প্রয়োজন, সেটি তিন দিন আগে নষ্ট হয়ে গেছে। তাই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডা. নাজমুল হাসান আরও জানান, সেফটিপিন খাদ্যনালিতে আটকানো খুবই ঝুঁকিপূর্ণ। এটি বের করতে গিয়ে খাদ্যনালি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে শিশু সোহানার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের