হোম > সারা দেশ > নাটোর

মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকির অভিযোগ পৌর মেয়রের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি

যৌন নির্যাতনের মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোরের নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। মামলার বাদী ও ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, মামলা করার পর আসামি নিশান প্রামাণিকের পক্ষ নেন মেয়র মনিরুজ্জামান। মেয়র মামলাটি তুলে নেওয়ার জন্য তাঁকে ফোন করে হুমকি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।

যৌন নির্যাতন মামলার আসামি নিশান প্রামাণিক নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। বর্তমানে তিনি মামলায় কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ওই গৃহবধূ লিখিত অভিযোগে জানান, গত রোববার রাতে (৪ জুন) তিনি তাঁর মামাশ্বশুরের বাড়ি যাচ্ছিলেন। পথে ছাত্রলীগ নেতা নিশান প্রামাণিক (২৩) তাঁর পথ রোধ করেন এবং জোর করে তাঁকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করেন। গৃহবধূ রাজি না হলে নিশান তাঁকে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে নিশান পালিয়ে যান। এরপর গৃহবধূ ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। এ বিষয়ে ওই রাতেই তিনি নিশান প্রামাণিকের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করেন। পুলিশ রাতেই তাঁকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গৃহবধূর অভিযোগ, তিনি মামলা করার পর নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান আসামি নিশান প্রামাণিকের পক্ষ নেন। তিনি মামলাটি তুলে নেওয়ার জন্য পরদিন তাঁকে ফোন করে হুমকি দেন। মামলা তুলে না নেওয়ার কারণে মেয়র তাঁকে ও তাঁর স্বামীকে হয়রানির চেষ্টা করছেন। এখন তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চান।

এই অভিযোগের বিষয়ে মেয়র মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাদীকে হুমকি দেইনি। যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই পৌর এলাকার চলমান বিবাদ মীমাংসার অংশ হিসেবে তাঁকে শুধু আপস করে নেওয়ার অনুরোধ করেছি।’

হুমকি দেওয়ার কল রেকর্ড সম্পর্কে জানতে চাওয়া হলে মেয়র বলেন, ‘শান্তভাবে অনুরোধ করা হুমকি দেওয়া নয়।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে মেয়র মনিরুজ্জামান হুমকি দিচ্ছেন কি না, তা আমাদের জানা নাই। এ রকম ঘটনা ঘটলে বাদী থানায় জিডি করতে পারেন। আমরা আইনানুগ পদক্ষেপ নেব।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী