হোম > সারা দেশ > নাটোর

নাটোরে শিক্ষককে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরে এক মাদ্রাসার সহকারী অধ্যাপক জাফর বরকতকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় শহরের কানাইখালী এলাকা থেকে চেয়ারম্যান কালুকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে বুধবার সন্ধ্যায় শিক্ষক জাফর বরকত নাটোর থানায় ইউপি চেয়ারম্যান কালুসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে মাদ্রাসায় গিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি জানান। এ সময় সহকারী অধ্যাপক জাফরের সঙ্গে চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষক জাফর চেয়ার তুলে চেয়ারম্যানের দিকে তেড়ে যান। তখন চেয়ারম্যানের সমর্থকেরা জাফরকে ইউনিয়ন পরিষদে নিয়ে মারধর করে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে। 

গ্রেপ্তারের আগে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে মাদ্রাসায় শিক্ষক জাফর বরকত আমাকে মারার জন্য চেয়ার ওঠায়। এ সময় এলাকাবাসী তাকে আটকে রাখে। আমার লোকজন তখন তাকে উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। তাকে মারপিট করা হয়নি বরং উদ্ধার করা হয়েছে।’ 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘শিক্ষক জাফর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার কালুকে আদালতে হাজির করা হবে।’ 

এদিকে চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া ইউনিয়নে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন তাঁর অনুসারীরা।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী