হোম > সারা দেশ > নাটোর

উপবৃত্তি সাবেক অধ্যক্ষের বিকাশে, ভুক্তভোগীর অভিযোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

ছাত্রীর উপবৃত্তির টাকা প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষের বিকাশে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজে। 

ভুক্তভোগীর নাম শাওন আক্তার (১৮)। তিনি সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। 

এ বিষয়ে সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মনজুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁন (সাবেক অধ্যক্ষ) স্যার অবসরে যাওয়ার আগে কলেজের আয়–ব্যয়ের হিসাব ও ছাত্রীর উপবৃত্তির টাকা বুঝিয়ে দেননি। এ জন্য কলেজ থেকে কোনো প্রত্যয়ন দেওয়া হয়নি। ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করায় এলাকাবাসী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে।’ 

অন্যদিকে সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁন বলেন, ‘আমার বিকাশ নম্বর উপবৃত্তির শিটে কেন দিল। আমি অবসরে যাওয়ার আগে সব টাকা বুঝিয়ে দিয়ে প্রত্যয়ন নিয়েছি।’ 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজে ২০২২-২৩ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হন শাওন আক্তার। কলেজে ভর্তির পর শিক্ষা উপবৃত্তি পাওয়ার জন্য মনোনীত হন তিনি। কিন্তু শিক্ষাবর্ষ শেষ পর্যায়ে গেলেও এখন পর্যন্ত উপবৃত্তির কোনো টাকা পাননি। পরে কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন উপবৃত্তির টাকা সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁনের ব্যক্তিগত বিকাশ নম্বর যাচ্ছে। 

ইতিমধ্যে উপবৃত্তির তিন কিস্তির আট হাজার ২০০ টাকা সাবেক অধ্যক্ষের বিকাশ নম্বরে গেছে। বাকি এক কিস্তির তিন হাজার ৬০০ টাকা আসবে বলে জানা গেছে। কিন্তু ওই ছাত্রী এখন পর্যন্ত উপবৃত্তির কোনো টাকা পাননি। আজ (বুধবার) ওই ছাত্রীর বাবা সামাদ মণ্ডল নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। 

শাওন আক্তার বলেন, ‘আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকে উপবৃত্তির কোনো টাকা পায়নি। আমার উপবৃত্তির টাকা না পেয়ে আমার বাবাকে দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে লিখিত দিয়েছি।’ 
 
নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

জোগালি থেকে হেডমিস্ত্রি রাজেদা বেগম

নাটোরের সিংড়ায় আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৯

ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোর-১ আসন: বিএনপির মনোনয়নে ভাই-বোনের কোন্দল

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০