হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোর প্রতিনিধি

নাটোর শহরে ট্রাকচাপায় সুমন আহমেদ (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ফারিয়াতুর রিসা গুরুতর আহত হয়েছেন। রিসাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আজ শনিবার রাত ৯টার দিকে শহরের মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

সুমন আহমেদ নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। তিনি ব্রাক ব্যাংক নাটোর শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদরাসা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে সস্ত্রীক হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এ সময় বগুড়া রোডের দিক থেকে একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ট্রাকচাপায় সুমন আহমেদের মৃত্যু হয়েছে, তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী