হোম > সারা দেশ > নাটোর

গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মো. রাদ ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

রাদ ইসলাম লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে। 

পদ্মা নদীতে ডুবে রাদের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন। তিনি বলেন, ‘তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

রাদের দুলাভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পরশ জানান, আজ বেলা ১১টার দিকে তাঁর শ্যালক রাদ রামকৃষ্ণপুর এলাকায় স্থানীয় একটি ইট ভাটার পাশে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘পানিতে ডুবে শ্বাসরোধে রাদের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।’ 

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান, রাদের মা শিল্পী খাতুন তাঁর ভাগনি। তিন ভাই-বোনের মধ্যে রাদ সবার ছোট। তার বড় ভাই সেলিম হোসেন সৌদি আরব প্রবাসী ও বোন ইতি খাতুন বিবাহিত। সে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সন্ধ্যার দিকে রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে রামানন্দপুর-সন্তোষপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী