হোম > সারা দেশ > নাটোর

নাটোরে কলেজশিক্ষকের হাত ভেঙে দেওয়া ২ বিএনপি কর্মী আটক

নাটোর প্রতিনিধি 

আটক বিএনপির দুই কর্মী। ছবি: সংগৃহীত

নাটোরে সাজেদুর রহমান সেলিম নামের এক কলেজশিক্ষকের দুই হাত ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপি কর্মী আব্দুল ওহাব ও আক্কাস আলীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার চন্দ্রকলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এদিকে সাজেদুর রহমান সেলিম বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। তবে শিগগিরই এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে কলেজশিক্ষক সেলিমের ওপর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে যৌথবাহিনী। সন্ধ্যায় আব্দুল ওহাব ও আক্কাস আলীকে আটক করা হয়। তাঁদের সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিমের ওপর স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮-১০ জন হামলা চালায়। হামলায় তাঁর দুই হাত ভেঙে যায়।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়