হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে গরুবোঝাই ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৯ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বনপারা-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের তরমুজ তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির হোসের (৩০)। তিনি উপজেলার উপলশহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আহতদের উদ্ধার করে আব্দুল কুদ্দুস নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভটভটির যাত্রী আব্দুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে ১৪টি গরু নিয়ে সিরাজগঞ্জের নওগাঁয় হাটে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরও ৯ জন। তরমুজ তেলের পাম্প এলাকায় পৌঁছালে ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে উল্টে যায়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। 

বনপারা হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিজের ভটভটি উল্টে গিয়ে নিহত হয়েছেন ওই চালক। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত