হোম > সারা দেশ > নাটোর

শ্বাসনালিতে সুজি আটকে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে সুজি খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে নূর ইসলাম নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়। সে পাবনার ঈশ্বরদীর মাজদিয়া ধাপাড়িয়া গ্রামের রাজুর ছেলে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে শিশুটির মা সুজি খাওয়ানোর সময় গলায় আটকে যায়। অসুস্থ অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশু নুর ইসলামকে সুজি খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে তার মৃত্যু হয়েছে। এখানে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, ‘খাওয়ানোর সময় অসাবধানতাবশত গলায় সুজি আটকে শিশুটির শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। এটি একটি দুর্ঘটনা। বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।’ 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী