হোম > সারা দেশ > নাটোর

পার্কিংয়ে বাধা দেওয়ায় সার্জেন্টকে পেটালেন প্রাইভেটকারের চালক

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বাটার গলির ফুটপাতে অবৈধভাবে প্রাইভেটকার পার্কিংয়ে বাধা দেওয়ায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে পিটিয়েছেন ওই গাড়ির চালক। এ ঘটনায় হামলাকারী চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিচাবাজার বাটার গলির সামনে এই ঘটনা ঘটে।

আহত ট্রাফিক পুলিশের সার্জেন্টের নাম মো. নুরুজ্জামান। বিকেলে ট্রাফিক সার্জেন্ট মো. নুরুজ্জামান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই চালকের নাম বেলাল হোসেন (৪০)। শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দীনের ছেলে। 

নাটোর শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সাদাকাতুল বারী বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুরে শহরের নিচা বাজার বাটার গলি এলাকার প্রধান সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. নুরুজ্জামান। এ সময় মৌচাক মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি প্রাইভেটকার অবৈধভাবে পার্কিং দেখে সেটি সরিয়ে নিতে চালক বেলাল হোসেনকে অনুরোধ জানান। এ সময় বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানকে গালাগালি করতে থাকে। এর একপর্যায়ে বেলাল সার্জেন্ট নুরুজ্জামানকে মারপিট করেন ও সোলজার ব্যাজ ছিঁড়ে ফেলেন। এ সময় পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে নুরুজ্জামানকে উদ্ধার করেন। এ সময় গাড়িসহ বেলালকে আটক করে থানায় নেওয়া হয়।’ 

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘বেলাল হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী