হোম > সারা দেশ > নাটোর

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন পৌর মেয়র

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মীকে পিটিয়েছেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত কর্মীর নাম নহর মোল্লা (৩০)। তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পাড়া এলাকার নাসির মোল্লার ছেলে। 

নহর মোল্লা বলেন, ‘আমি নির্বাচনে ট্রাক প্রতীকের কর্মী হিসেবে কাজ করছি। বিকেলে মুরগীপট্টীতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও তার কর্মীরা এসে আমাকে মারপিট শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।’

অভিযোগের বিষয়ে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘নহর মোল্লা আমার ভাতিজা। আমার অফিসের সামনে ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিল। অফিসের সামনে না সাঁটিয়ে পাশে সাঁটাতে বলেছি। কিন্তু সে না শুনে উল্টো আমাকে গালিগালাজ শুরু করে। পরে পাশে থাকা লোকজন তাকে ধাক্কা দেয়। আমি তাকে তুলে বাড়ি পাঠিয়ে দেই।’

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, ‘নহর মোল্লা আমার কর্মী। তাকে মারপিট করা হয়েছে। থানায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়