হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় পরকীয়ার বলী পল্লি চিকিৎসক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে স্বামীর ফালার আঘাতে আহত প্রেমিক রহিদুল ইসলাম (৪৫) নামের এক গ্রাম্য ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নাটোর উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বারবার চেষ্টা করেও স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে ব্যর্থ হন মহসিন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে মহসিন আলী ভুট্ট ডাক্তার রহিদুল ইসলামকে পীরগাছা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে ফালা দিয়ে আঘাত করেন। ফালার আঘাতে রহিদুর গুরুতর আহত হন।

এলাকার লোকজনের কাছে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। নিহত রহিদুল ইসলাম উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে। এবং মহসিন আলী ভুট্ট (৩৫) কোমরপুর গ্রামের মকসেদ আলীর ছেলে।

নলডাঙ্গা থানা-পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন আলী ভুট্ট ফালা দিয়ে আঘাত করে। ফালার আঘাতে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাঁর স্বজনরা। ঘটনার ৭ দিন পর গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রহিদুর। সোমবার দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। 

স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে পল্লি চিকিৎসক রহিদুলের পরকীয়া সম্পর্ক ছিল। এর জের ধরে পল্লি চিকিৎসক রহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মহসিন আলী ভুট্ট। কিন্তু জোসনা তাঁর স্বামী ভুট্টকে তালাক দিয়ে পল্লি চিকিৎসক রহিদুলকে বিয়ে করার ঘোষণা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মহসিন আলী ভুট্ট গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় ফালা দিয়ে রহিদুলকে ফালা দিয়ে পেটে আঘাত করে জখম করে। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১