হোম > সারা দেশ > নাটোর

রাস্তা থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জাহিদুল ইসলাম কাঁকফো নতুনপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। সে নাটোর সদরের পীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তাঁর নানা সামাদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকার কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় রাস্তার ওপরে জাহিদুলকে পড়ে থাকতে দেখেন। তখন তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। 

জাহিদুলের চাচা যাফিরুল ইসলাম বলেন, ‘গত এক বছর ধরে সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল নানাবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খবর পেয়ে তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজন ও তার বন্ধুদের মোবাইল ফোনে কল করে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’

এ বিষয়ে নাটোর থানার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তার নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী