হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে ছিল যুবকের লাশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা বনপাড়া পৌর এলাকার পশ্চিম মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত যুবকের নাম আরিফ হোসেন (৩৫)। ওই যুবক উপজেলা মাঝগাঁও গ্রামের আবু তাহেরের ছেলে। 

বনপাড়া পৌর কাউন্সিলর ঈমান আলী বলেন, পশ্চিম মালিপাড়া গ্রামের বাবুল মিয়াজী ফসলি জমিতে বিদ্যুতের খুঁটির নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে উঠলে শর্টসার্কিট পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

তিনি আরও বলেন, এ সময় বৈদ্যুতিক তার কাটার জন্য একটি প্লাস, খুঁটিতে ওঠার লোহার রড ও সরঞ্জামাদি লাশের পাশে পড়ে থাকতে দেখা যায়। 

মফিজ উদ্দিন বলেন, ‘আরিফ হোসেন আমার ভাতিজা। পেশায় কৃষি শ্রমিক। কোনো দিন বৈদ্যুতিক কাজ করে নাই। এমনকি বাড়ি একটি বাল্বও লাগায় নাই। সে কীভাবে ট্রান্সফরমার চুরি করতে উঠল। আমাদের সন্দেহ মনে হচ্ছে।’ 

বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী